চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান 1মুকুল কান্তি দাশ,চকরিয়া: মুল্য তালিকা না টাঙ্গানো, প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রিসহ বিভিন্ন অভিযোগে তিনটি প্রতিষ্টান থেকে ২৫হাজার টাকা জরিমানা আদায় করেছে। কক্সবাজারের চকরিয়া পৌরসভায় গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন। এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম খান। এসসময় সাথে ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, পৌরশহরের ডে টু ডে সুপার শপে মূল্য তালিকা না টাঙ্গানোয়, ২টি রাইস মিলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অভিযোগে ২৫ হাজার টাকা অর্থদন্ড ঘোষনা করলে ওই প্রতিষ্টান মালিকরা অর্থদন্ড প্রদান করেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, রমজানে যাতে কোন ব্যবসায়ী ক্রেতাদের ঠকাতে না পারে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। বাজার মনিটরিং কমিটি মাঠে রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!