চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৫ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রিসহ বিভিন্ন অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার হারবাং ও বরইতলী স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ‘নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ খাবার, ভেজাল ওষুধ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে বেকারি, মুদির দোকান, হোটেল ও ফার্মেসিতে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার আইনে এসব প্রতিষ্ঠান থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তাদের সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!