চকরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল দুই চালকের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় হানিফ পরিবহণের একটি যাত্রীবাহি বাস ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই চালক নিহত এবং বাসের ১২ জন যাত্রী আহত হয়েছেন।

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়ার খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইসি মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, চকরিয়া থেকে ছেড়ে আসা হানিফ পরিবহণের একটি যাত্রীবাহি বাস কক্সবাজার যাচ্ছিল। বাসটি খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় বাস ও ট্রাকের চালক ঘটনাস্থলে মারা যায়। আহত হয় বাসের ১২ জন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল দুই চালকের 1

তিনি আরো বলেন, এখনো নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। গাড়ির মালিকরা আসলে লাশের পরিচয় পাওয়া যাবে। নিহতদের লাশ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!