চকরিয়ায় বাইকের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবল চমেকে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাইক আরোহীকে থামাতে গিয়ে বাইকের ধাক্কায় মোহাম্মদ জিয়া উদ্দিন (৩০) নামের এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। জিয়া উদ্দিন চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় হারবাং আশ্রয়ণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আটক করা হয় বাইক আরোহীকেও। তবে তার নামপরিচয় জানা যায়নি। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আনিসুর রহমান বলেন, করোনা ভাইরাস ঠেকাতে সরকারের নির্দেশ মোতাবেক মহাসড়কে নিয়মিত চেকপোস্ট বসানো হয়। বিকাল ৩ টার দিকে কক্সবাজারগামী মোটরসাইকেল আরোহীকে থামাতে সিগন্যাল দেওয়া হয়। এ সময় সে সিগন্যাল না মেনে পুলিশ কনস্টেবল জিয়া উদ্দিনকে ধাক্কা দিলে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।

তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!