চকরিয়ায় বজ্রপাতে মৎস্যজীবির মৃত্যু

চকরিয়া প্রতিনিধি :
হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম মৎস্যজীবি আবদুল হাকিম(৫৫) বজ্রপাতে মারা গেছে।

image_22566

 

গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে কক্সবাজারের চকরিয়ার চিরিংগা ইউনিয়নের চরনদ্বীপ ৯১একর পাড়ার আলী আহমদের ছেলে হাকিম মারা গেলে বিকাল ৫টার দিকে সামাজিক খবরস্থানে দাফন করা হয়।
পরিবার সদস্যদের উদ্বৃতি দিয়ে চিরিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন বলেন, ৬ মেয়ে ২ ছেলের জনক আবদুল হাকিম প্রতিদিন খালে মাছ ধরে বিক্রয় করে সংসারে খাবার যোগান দেয়।

 

গতকাল শুক্রবার সকালে থাইল্যাল্ডে জাল নিয়ে পানখালী খালের মুখে প্রবেশ করা জোয়ারের পানিতে মাছ ধরছিল। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এতে ভয়ে ঘরে ফেরার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আকস্মিক বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় মৎস্যজীবি হাকিম।

 

চেয়ারম্যান জসিম উদ্দিন আরো বলেন, পরিবারে একমাত্র উপার্জনক্ষম হাকিম মারা যাওয়ায় তার স্ত্রীসহ সন্তানরা এখন চরম অসহায়ের মুখে। তার এক মেয়ের বিয়ে হলেও ৫ মেয়ে ও ২ ছেলে বাড়িতে রয়েছে। তারা সবাই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পড়া-লেখা করছে। তাই অসহায় পরিবারটিকে যাতে উপোস থাকতে না হয় সেজন্য ইউনিয়ন পরিষদের বিভিন্ন খাত থেকে আর্থিক সহায়তা করা হবে।

 

রিপোর্ট : মুকুল কান্তি দাশ,চকরিয়া:

এ এস / জি এম এম / রাজীব প্রিন্স :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!