চকরিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা স্কুল ছাত্রীর

চকরিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণীতে
পড়–য়া এক স্কুল ছাত্রী। এসময় বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়ের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নির্দেশে এই বিয়ে বন্ধ করা হয়। উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবু বক্করের বাড়িতে গিয়ে তার দশম শ্রেনীতে পড়–য়া মেয়ের বিয়ে বন্ধ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তানভীর হোসেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তানভীর হোসেন বলেন, বাল্য বিয়ে হচ্ছে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান আজিমুল হক আজিমের মাধ্যমে দশম শ্রেণীর ছাত্রীর জন্ম নিবন্ধন সনদের সত্যতা যাচাই করা হয়। এসময় তার মেয়ে বিবাহ উপযুক্ত না হওয়ায় মেয়ের বাবা আবু বক্করকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া মেয়ে পক্ষকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে জানানো হয়। পরে কনের মা-বাবা, পাত্র ও তার বাবাকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিমুল হকের জিম্মায় দিয়ে ১৮ বছর পুরণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা নেয়া হয়।

এস বি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!