চকরিয়ায় পুলিশের সাড়াশি অভিযানে ২১ পলাতক আসামী গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ২১ আসামীকে গ্রেপ্তার করেছে। একটি পৌরসভা ছাড়াও উপজেলার ১৮টি ইউনিয়নে পুলিশের পৃথক টিম শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত টানা ১০ ঘন্টা অভিযান চালিয়ে অস্ত্র ডাকাতিসহ বিভিন্ন মামলায় ফেরার ২১ আসামীকে গ্রেপ্তার করে।

%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.কামরুল আজম বলেন, এলাকার অপরাধ প্রবণতা রোধকল্পে থানার অফিসার ইনচার্জ মো.জহিরুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের পৃথক টিম সাড়াশি অভিযান চালায়। এসময় গ্রেপ্তারী পরোয়ানা জারি থাকা ২১ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের গতকাল শনিবার দুপুরে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
অভিযানকালে পৃথক টিমে নেতৃত্ব দেন থানার অপারেশন অফিসার তানভীর আহমেদ, এসআই কবির হোসেন, এসআই মহির উদ্দিন খান উজ্জল, এসআই সুকান্ত চৌধুরী, এসআই আনোয়ার হোসেন, এসআই মাজেদুল ইসলাম, এসআই আশরাফ, হারবাং পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ আলমগীরসহ থানা ও ফাঁড়ির উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকরা।

 

রিপোর্ট : মুকুল কান্তি দাশ,চকরিয়া :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!