চকরিয়ায় পরীক্ষার্থী বহণকারী বাস খাদে

চকরিয়ায় পরীক্ষার্থী বহণকারী বাস খাদে 1মুকুল কান্তি দাশ,চকরিয়া: কক্সবাজারের চকরিয়ায় দাখিল পরীক্ষার্থী বহনকারী একটি বাস সড়কের পাশ্ববর্তী খাদে পড়ে ১৫ পরীক্ষার্থী আহত হয়েছেন। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। আহতরা সবাই ঢেমুশিয়া মোহছেনিয়া ইসলামিয়া দাখিল মাদারাসার দাখিল পরীক্ষার্থী। তারা সকালে সাহারবিল আনোয়ারুল উলুম কামলি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিলেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী ) সকাল ৯টা ১৫ মিনিটের সময় চকরিয়া-মহেশখালী সড়কে ইলিশিয়া এরফান মিয়ার মৎস্য প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-আয়েশা ছিদ্দিকা, মোহাম্মদ রিজভী, শাহিন আক্তার, শারমিন আক্তার, সাকিব, আরিফুল ইসলাম, হেলাল উদ্দিন, রায়হান, মাহমুদুল করিম, আলী আজগর, খতিজা খাতুন, মোস্তফা জন্নাত, মনিরা বেগম, হাদিজা আক্তার, ও নাঈমা সুলতানা।
মাদরাসার শিক্ষক মঈনুদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঢেমুশিয়া থেকে মাদ্রাসার এক শিক্ষকসহ ৫৪ ছাত্র-ছাত্রী নিয়ে একটি বাস সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদাসা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চকরিয়া-মহেশখালী সড়কের ইলিশিয়া এরফান মিয়ার মৎস প্রকল্প এলাকায় সড়কের পাশ্ববর্তী খাদের পানিতে পড়ে যায়। এতে বাসে থাকা ৫৪জন পরীক্ষার্থী কম-বেশি আহত হয়। তাদের মধ্যে আহত ১৫জনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকিরা সুস্থ রয়েছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ডা.আবদুস সালাম বলেন, হাসপাতালে আসা ১৫ শিক্ষার্থী কম-বেশি আহত ছিল। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, আহতদের দ্রুত চিকিৎসা শেষে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। পরীক্ষার্থীদের যাতে কোন ধরনের ক্ষতি না হয় সেজন্য সব ধরনের সহযোগীতা করা হচ্ছে। বিষয়টি মাদারাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!