চকরিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

চকরিয়া প্রতিনিধি ::
‘সমবায় দর্শন-টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

pic-chakaria-05-11-16

আজ শনিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালী চকরিয়া উপজেলা পরিষদ মোহনা থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনাসভায় মিলিত হয়।

 

চকরিয়া সহকারী কমিশনার (ভুমি) মাহাবুবউল করিমের সভাপতিত্বে এবং চকরিয়া উপজেলা সমবায় অফিসার এম.এ মান্নানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ।

এতে উদ্ভোধকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, বদরখালী সমিতির সহ-সভাপতি আলী আজম বাহাদুর, চিরিংগা সমবায় সমিতির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন লিটন, সেলিম উল্লাহ এম.এ, ,চকরিয়া দর্পন সমিতির সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দেসহ প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন-চকরিয়া বিমান বন্দর সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব আবু সওদাগর,সাধারণ সম্পাদক নুরুস শফি ছাড়াও চকরিয়ার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

রিপোর্ট : মুকুল কান্তি দাশ,চকরিয়া:

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!