চকরিয়ায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় শাহিদা বেগম নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত অভিযোগে দুই মহিলাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সদরঘোনা এলাকার ছারাবটতলী থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ শাহিদা বেগম ওই এলাকার নুর আহমদের স্ত্রী।

আটক দুই মহিলা হলেন- রওশন আরা বেগম ও তার মেয়ে মিনা আক্তার।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সদরঘোনা এলাকায় এক মহিলার লাশ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ওখান থেকে মৃত অবস্থায় শাহিদা বেগমের মরদেহ উদ্ধার করি।

মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ওই মহিলাকে প্রথমে গলাটিপে হত্যা করা হয়। পরে ছুরি দিয়ে তার গলাকাটা হয়। নিহতের গলায় তিনটি আঙ্গুলের চিহ্ন এবং ছুরির আঘাত রয়েছে।

এ ঘটনার সাথে জড়িত অভিযোগে একই এলাকার রওশন আরা ও তার মেয়ে মিনাকে আটক করা হয়েছে।
হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে বেশ কয়েকটি বিষয় নিয়ে এগুচ্ছি।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!