চকরিয়ায় গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন রেললাইনের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের রওশন আলী সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হল ওই এলাকার নুরুল আমিনের ছেলে ইমাম হোসেন (৬) ও মো. মানিকের ছেলে আবদুর রহমান (৮)।

পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই শিশু সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। তারা পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের নির্মাণাধীন রেললাইনের জন্য করা মাটির গর্তে খেলতে যায়। কয়েকদিন ধরে ভারি বর্ষণ হওয়ায় গর্তগুলোতে পানি জমে থাকায় তারা সেখানে ডুবে যায়। পরে স্বজনরা তাদের অনেক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে দুইজনকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তবে ততক্ষণে ওই দুই শিশু মারা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, দুই শিশু রেললাইনের গর্তের পানিতে ডুবে মারা গেছে শুনেছি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত করণীয় নির্ধারণ করা হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!