চকরিয়ায় অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত

চকরিয়ায় অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত 1মুকুল কান্তি দাশ,চকরিয়া: কক্সবাজারের চকরিয়ায় ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস-২০১৭ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে চকরিয়া উপজেলা প্রশাসন বুধবার দুপুরে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। আয়োজনের শুরুতে র‌্যালী অনুষ্টিত হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন “মোহনায়” গিয়ে শেষ হয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.দিদারুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশিদুল আলম চৌধুরীসহ প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও এনজিও সংস্থা, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!