চকরিয়ায় সৈকত বাহাদুরের ৪৮ ঘণ্টা পর মারা গেল ‘রঙ্গমালা’

কক্সবাজারের চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি হাতি মারা গেছে।

চকরিয়ায় সৈকত বাহাদুরের ৪৮ ঘণ্টা পর মারা গেল ‘রঙ্গমালা’ 1

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মারা যায় হাতিটি। ৮৫ বছর বয়সী এই হাতির নাম ‘রঙ্গমালা’। এর আগে গত ২৮ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে ৩২ বয়সী ‘সৈকত বাহাদুর’ নামের আরেকটি হাতির মৃত্যু হয়।

এ প্রতিবেদন লেখার সময় রাত সাড়ে ৯ টায় রঙ্গমালার ময়নাতদন্ত চলছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম বলেন, ‘সাধারণত হাতির আয়ুষ্কাল হয় ৭০ থেকে ৮০ বছর। স্ত্রী লিঙ্গের রঙ্গমালা নামের হাতিটির বয়স হয়েছিল ৮৫ বছর। এই হাতিটি এক বছর ধরে চিকিৎসাধীন ছিল। বার্ধক্যজনিত রোগে মারা গেছে হাতিটি।’

তিনি আরও বলেন, ‘এর আগে সোমবার বিকালে সৈকত বাহাদুর নামের ৩২ বছর বয়সী একটি হাতি মারা যায়। ওই হাতিটি কি কারণে মারা গেছে তা জানা যাবে বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর। দুটি হাতির মৃত্যু নিয়ে পৃথক জিডি করা হয়েছে চকরিয়া থানায়।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!