চকবাজারে টংয়ের দোকানে আগুন

চট্টগ্রাম নগরীর চকবাজার ওলী খাঁ মসজিদ এলাকায় টং দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, চকবাজার সড়কের পাশে গড়ে উঠা টং দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার গ্যাস দিয়ে চা-নাস্তা বানানোর সময় এ অগ্নিকাণ্ড ঘটে। এই ধরনের ঘটনার এসব দোকানে প্রায় ঘটে বলে জানা যায় ।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, চকবাজার ওলী খাঁ মসজিদ এলাকায় টং দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার গ্যাস দিয়ে চা-নাস্তা বানানোর সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের খরব পেয়ে চন্দনপুরা ফায়ার সার্ভিসের ইউনিটের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

আরএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!