চকবাজারে অসহায় ৩০০ পরিবার পেল স্বেচ্ছাসেবকলীগ নেতা দেলোয়ারের ইফতারসামগ্রী

করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী শুর হচ্ছে ৮ দিনের কঠোর লকডাউন। একই দিনে শুরু হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় ইবাদতের মাস রমজান। এই অবস্থায় অসহায় ও গরিব মানুষের কথা চিন্তা করে স্থানীয়দের মাঝে ডোর টু ডোর ইফতারসামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. দেলোয়ার হোসেন ফরহাদ। এসময় মানুষকে সচেতন করতে বিতরণ করা হয়েছে করোনার সতর্কীকরণ নির্দেশনাবলী লিফলেটও।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রামের চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দার মাঝে এসব খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

ডোর টু ডোর পৌঁছে দেওয়া ৩০০ ইফতারসামগ্রী প্যাকেটের মধ্যে রয়েছে ছোলা, চিনি, চিড়া, তেল, সেমাই ও ডাল। এ ছাড়া প্যাকেটে দেওয়া হয়েছে দুটি করে মাস্কও।

এ বিষয়ে মো. দেলোয়ার হোসেন ফরহাদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘করোনা ও রমজানের কথা বিবেচনা করে গরিব লোকজনদের মাঝে প্রয়োজনীয় ইফতারসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। একই সঙ্গে করোনার সতর্কীকরণ নির্দেশনাবলী লিফলেট বিতরণ করা হয়। পরবর্তীতে ওইসব ব্যক্তিদের মাঝে শীঘ্রই চাল বিতরণ করা হবে।’

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!