চকবাজারের মিন্টুর প্রার্থিতা কেন অবৈধ নয়— জানতে চেয়েছেন হাইকোর্ট

হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে নির্বাচন কমিশনকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৫ জানুয়ারি) একই ওয়ার্ডের অপর প্রার্থী দেলোয়ার হোসেন ফরহাদের করা একটি রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি হাসান মাহমুদ তালুকদারের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দেলোয়ার হোসেন ফরহাদের আইনজীবী মোহাম্মদ হারুন-উর-রশিদ।

উল্লেখ্য, সাইয়েদ গোলাম হায়দার মিন্টু দুর্নীতি দমন কমিশনের মামলায় অভিযুক্ত। অথচ নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এই তথ্যটি তিনি গোপন করেছেন।

এ বিষয়ে দেলোয়ার হোসেন ফরহাদ রিটার্নিং অফিসারকে অভিযোগ দিলেও তারা অভিযোগ গ্রহণ করার পরও কোন রকম ব্যবস্থা না নিয়ে গোলাম হায়দার মিন্টুর প্রার্থীতার বৈধতা ঘোষণা করেন এবং তাকে প্রতীক বরাদ্দ দেন।

এআরটি/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!