ঘূর্ণিঝড়ে স্কুল-কলেজই হয়ে উঠবে আশ্রয়কেন্দ্র, নির্দেশ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের

প্রবল শক্তি সঞ্চার করে নিয়ে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘আম্ফান’। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার (১৯ মে) শেষ রাতে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে আম্ফান।

শক্তিশালী এ ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় চট্টগ্রামের উপকূলবর্তী জেলার বাসিন্দাদের আশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।

মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশটি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য প্রযোজ্য।

নোটিশে উল্লেখ করা হয়, ঘূর্ণিঝড় আম্ফান বুধবার ২০ মে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে উপকূলবর্তী জেলার বাসিন্দাদের আশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমুহ আশ্রয়কেন্দ্র ব্যবহারের নির্দেশনা দেয়া হয়।

একইসঙ্গে নোটিশে শিক্ষাপ্রতিষ্ঠানের চাবিসহ প্রতিষ্ঠান প্রধানদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকারও নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া, ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় নিয়ন্ত্রণ কক্ষও চালু করা হয়। যোগাযোগের নম্বরগুলো হচ্ছে—
০১৯১৩০২০৭৪৩, ০১৯৮১৫৬২৩৫৮, ০১৫৫৪৩৩৩৫৪০, ০১৮১৯৬০৪৯১৫ ও ০১৭২১২৯৬৪১২।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!