ঘুমধুম পাহাড়ে রোহিঙ্গা মাদক কারবারি মারা গেল বন্দুকযুদ্ধে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পাহাড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহ আলম নামে এক রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা, একটি দেশিয় তৈরি অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৭ নম্বর ব্লকের কালো মিয়া প্রকাশ কালো চাঁনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, নাইক্ষ্যংছড়ির দক্ষিণ ঘুমধুম ইউনিয়নের সীমান্তে বাংলাদেশ মায়ানমারের চীন মৈত্রী সড়কের গাড়ি পার্কিং এলাকার গহীন পাহাড়ে একদল সশস্ত্র ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী দল অবস্থান করছে- এমন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী দলের সদস্যরা অতর্কিত গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে শাহ আলমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত শাহ আলম চিহ্নিত একজন মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!