ঘাসফুলের উদ্যোগে মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

‘শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাসফুল কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) পশ্চিম মাদারবাড়ি এলাকার ঘাসফুলের স্থায়ী ক্লিনিকে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভাপত্বি করেন ঘাসফুল ক্ষুদ্র অর্থায়ন ও আর্থিক অন্তর্ভূক্তিকরণ বিভাগ ও কমউনিটি হেলথ প্রোগ্রামের ফোকাল পার্সন সহকারী পরিচালক মো. তাজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন ঘাসফুলের মেডিকেল অফিসার ডা. ফাতেমা ইসলাম।

ডা. ফাতেমা বলেন, মায়ের শালদুধ নবজাতক শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। এতে শিশু সহজে রোগাক্রান্ত হবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঘাসফুল কমউনিটি হেলথ প্রোগ্রামের ইনচার্জ আতিকুল ইসলাম এবং শাখা পর্যায়ের কর্মকর্তাসহ ঘাসফুলের উপকারভোগী সদস্যরা।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!