ঘরের আসবাব সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু চান্দগাঁওয়ে

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেছে এক যুবকের। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তারা সবাই এক পরিবারের সদস্য।

সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় মোহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোবারক। তার বয়স প্রায় ৩৫ বছর বলে জানা গেছে। তিনি মোহরা এলাকার মৃত নুর আলমের ছেলে। এছাড়া আহতরা হলেন মোবারকের ভাই মো. সালাউদ্দিন, তার স্ত্রী রাশেদা বেগম ও ছোট ভাই মো. সাদ্দাম।

এদের মধ্যে নিহতের ছোট ভাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকি দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঘরে জোয়ারের পানি ঢোকায় আসবাবপত্র সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পরে পরিবারের সদস্যরা। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন পরিবারের চার সদস্য।

নিহতের চাচাতো ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, ঘূর্ণিঝড়ের কারণে বাড়িতে জোয়ারের পানি ঢুকে যায়। তখন সবাই মিলে ঘরের আসবাবপত্র সরানোর চেষ্টা করছিলেন। এ সময় পানি বিদ্যুতায়িত হলে মোবারকসহ ঘরের চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোবারককে মৃত ঘোষণা করেন।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!