গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের পথসভা

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পথসভা করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে খালেদা-তারেক-নিজামীদের প্রত্যক্ষ মদদে সংঘটিত এ হামলায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানানো হয়।

রোববার (২১ আগস্ট) সকাল ১১টায় কলেজের বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ।

সভায় একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রেজাউল করিম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. অজয় দত্ত, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনির ইসলাম, ইকবাল কায়সার, সরফুল ইসলাম মাহি, জাহিদ হাসান সাইমুন, জিয়াউদ্দীন আরমান, মনির রিহান, হাসমত খান আতিফ, অর্ণব দেব, জামশেদ উদ্দীন, রাশেদ রহমান, আজিজুল হাকিম মাসুক, মো. আনসার।

বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বারবার বঙ্গবন্ধু পরিবারের ওপর আঘাত এসেছে। ১৯৭৫ এর আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে পরাজিত শক্তি পাকিস্তানের দোসররা। এরপর ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর পরিবারকে ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল খালেদা-তারেক-নিজামীরা। ২০১৮ সালে রায় ঘোষণা হলেও মূল কুশিলব তারেক জিয়াসহ অনেক আসামি এখনও পলাতক। দ্রুত সময়ের মধ্যে এদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আমির সোহেল, সোহেল রানা, জেড মনির, মামুনর রশিদ নিরব, মামুন সিকদার, সাফায়েত হোসেন রাজু, শোয়াইবুল ইসলাম, ওয়াহিদুর রহমান সুজন, আরাফাতুল ইসলাম জয়, আব্দুল মালেক রুমি, ইমরান, আল বেরুনি, সিরাজুল ইসলাম, মোস্তফা আমান, ওয়াহিদুর রহমান, তৌহিদুল করিম ঈমন, ইমতিয়াজ বাবর, রিফাত রহমান, বিশাল হাজারী, গোবিন্দ দত্ত, মো. তারেক রহমান, মো. হোসাইন, শেখ ফাহিম, ইমতিয়াজ নাহিন, জনি, রাজ্জাক, নাফিস, শহীদ, মিজান, ইরফানুল আলম, পাভেল ইসলাম, ইফতি সিকদার, আমিনুল ইসলাম রাশেদ, ইমরুল কায়েস, আব্দুস সালাম আরিয়ান, আরিফুর রহমান আয়াত, প্রলয় চৌধুরী, আরফাতুর রহমান সম্রাট, জাবেদ ইকবাল, আজিম, সালাহ উদ্দীন, শিহাব চৌধুরী, রিয়াজ, প্রান্ত মজুমদার, জাহেদ অভি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!