গ্যাসের চুলার আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই হাটহাজারীতে

চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ আগুনে ৫টি বসতঘর পুড়ে গেছে। গ্যাসের চুলা (রান্নার) থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়।

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের দক্ষিণে ২নম্বর ওয়ার্ড রুহুল্লাপুর এলাকার আবদুল মজিদ সারাংয়ের বাড়িতে এ ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার রাতে মেখল ইউনিয়নের আবদুল মজিদ সারাং এর বাড়ির রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

এদিকে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন নেতৃত্বে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে কাঁচা ৫টি বসতঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!