গোসাইলডাঙ্গায় মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন কাউন্সিলর ফেরদৌসী

চট্টগ্রাম নগরের বন্দর থানার ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা এলাকায় ডেঙ্গু মশক নিধন কার্যক্রম চালিয়েছে চসিক। শুক্রবার (৯ আগস্ট) সারাদিন এলাকা জুড়ে মশক নিধনের ওষুধ ছিটিয়েছে চসিকের সেবকরা।

মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করেপারেশনের ২৮,২৯ ও ৩৬ নম্বর সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌসী আকবর। এ সময় বক্তব্যে রাখেন কাউন্সিলর জাহাঙ্গীর আলম।

চসিকের বরাত দিয়ে কাউন্সিলর ফেরদৌসী আকবর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ডেঙ্গু মশা নিধনের কার্যক্রম চলমান থাকবে। মশা নিধন ঔষধ এলাকা জুড়ে ছিটানো হবে। এ ব্যাপারে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, ডেঙ্গু মশা এখন নয়, ইতোপূর্বেও ডেঙ্গুর প্রকোপ ছিল। এটি কোন ছোঁয়াচে রোগ নয়। স্থানীয়দের মধ্যে কেউ ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিন। যে কোন ধরনের সমস্যায় কাউন্সিলর কল করার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয়রা।

এএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!