গোলামুর রহমান মাইজভান্ডারী (র:)’র ওরশ উপলক্ষে আলোচনা সভা

গোলামুর রহমান মাইজভান্ডারী (র:)’র ওরশ উপলক্ষে আলোচনা সভা 1ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন,-উপমহাদেশে যেসব আউলিয়ায়ে কেরাম ও সুফি সাধকবৃন্দ ইসলামের প্রচার-প্রসার,সম্প্রসারণ ও বিস্তৃতিতে নিরবচ্ছিন্ন কাজ আঞ্জাম দিয়ে গেছেন, তন্মধ্যে যুগশ্রেষ্ঠ অলিয়ে কামেল হযরত ছৈয়দ মাওলানা গোলামুর রহমান মাইজভান্ডারী (বাবা ভান্ডারী) র: ছিলেন অন্যতম । ইসলামের এ মহান সাধক পুরুষের অনন্য অবদান কোনভাবেই বিস্মৃত হবার নয়। বিভিন্ন অনিয়ম,অসংগতি,অন্যায়,জুলুম,অত্যাচার ও পাপাচারের মুলোৎপাটন করে জাতীয় জীবনে একটি সুস্থ সমাজ বির্নিমানে হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (র:) এর অনন্যসাধারন ভুমিকা অদ্যাবধি ইতিহাসে সমুজ্জল হয়ে আছে। তাঁর আধ্যাতিœকতার কোমল পরশে অসংখ্য দিকভ্রান্ত মানুষ পেয়েছে সঠিক পথের সন্ধান। এমনকি তাঁর ওফাত পরবর্তীতেও অসংখ্য-অগনিত মানুষ তাঁর ফয়েজ ও বরকত হাসিলের মাধ্যমে ধন্য হচ্ছেন নির্দ্ধিধায়। সত্যিকার অর্থে হযরত ছৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (র:) ছিলেন সত্যানুসন্ধানী মানুষের নিরাপদ আশ্রয়স্থল। তাঁর মত মহান অলিয়ে কামেলের আদর্শকে ধারন করেই ইসলামের মূলধারা সুন্নিয়তের প্রাতিষ্ঠানিক রূপদান করা অধিকতর সম্ভব বলে তিনি মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর ডবলমুরিং থানার উদ্যোগে অদ্য ৯ এপ্রিল ১৭ইং, রোববার সকাল ১০টায় আগ্রাবাদ বেপারীপাড়াস্থ সংগঠন কার্যালয়ে প্রখ্যাত সুফীসাধক যুগশ্রেষ্ঠ অলিয়ে কামেল হযরতুল আল্লামা ছৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী (র:) এর ওরশ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ডবলমুরিং থানার সভাপতি আলহাজ্ব ডা: হাসমত আলী তাহেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম নগর সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এ.এম.মঈনুদ্দিন চৌধুরী হালিম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,-আলহাজ্ব আক্কাস উদ্দিন খন্দকার, মাওলানা খলিলূর রহমান মজুমদার,অধ্যক্ষ ডা: মো: শাহজাহান, আলহাজ্ব মাওলানা জিয়াউর রহমান,সাইফুল্লাহ মো: কায়সার, সরওয়ার উদ্দিন আরমান, মহিউদ্দিন আজিজী ও মো: জয়নাল আবেদীন প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!