গোলপাহাড় কালী মন্দির পুনঃনির্মাণে ২৮ নকশার প্রদর্শনী উদ্বোধন করলেন আ জ ম নাছির

চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পুনঃনির্মাণের জন্য ২৮টি নকশা প্রণয়ন করেছে বাংলাদেশ স্থাপত্য ইন্সটিটিউট চট্টগ্রাম চ্যাপ্টার।

ভারত, ইন্দোনেশিয়া, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী মন্দিরের স্থাপত্য শৈলী অনুসরণ করে এই ২৮টি ডিজাইন প্রণয়ন করে সংগঠনটি।

এ উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে শনিবার (২৬ মার্চ) দুপুরে স্থাপত্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রদর্শনী উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী, গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি মাইকেল দে, সাধারণ সম্পাদক কাজল কান্তি দে, সৌমিত্র ভৌমিক, লেনিন পাল, সঞ্জয় ভৌমিক কনকন, ইঞ্জিনিয়ার কীর্তিমান সাহা, ইঞ্জিনিয়ার শৈবাল ভৌমিক, বিশ্বনাথ দাশ বিশু, এডভোকেট নিখিল নাথ, সুমন দেবনাথ, অমর কৃষ্ণ নাথ, রুভেল দে, রতন সেন মুন্না, ইঞ্জিনিয়ার তুহিন প্রমুখ।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!