গেরস্তের চোখ ফাঁকি দিয়ে স্বর্ণ টাকা গায়েব, পুলিশের জালে ধরা গৃহপরিচারিকা

গেরস্তকে ফাঁকি দিয়ে বাসা থেকে স্বর্ণ আর নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছিল গৃহপরিচারিকা বিবি কুলসুম। চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর ঘাটফরহাদবেগ এলাকার একটি ফ্ল্যাট থেকে গত ৩ নভেম্বর এসব চুরি করেছিল সে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছিল ভুক্তভোগী।

বুধবার (৯ ডিসেম্বর) লোহাগাড়ার নোয়ারবিলা এলাকায় অভিযান চালিয়ে কুলসুমের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর চুরির মামলায় আদালত তার রিমান্ড মঞ্জুর করে। জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী রোববার (২০ ডিসেম্বর) পুলিশ চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘নগরীর কোতোয়ালীর এফজি মফজল নামের বিল্ডিংয়ের পঞ্চম তলার বাসা থেকে গৃহপরিচারিকা স্বর্ণ ও টাকা চুরি করে। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে লোহাগাড়া নোয়ারবিলা থেকে গ্রেফতার করি। এর কাছ থেকে মোট ২০ ভরি ১২ আনা ৪ রত্তি স্বর্ণ ও নগদ ৪ লক্ষ ৯০ হাজার উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ‘এই নারী দীর্ঘদিন ধরে ভুল নাম ঠিকানা পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন এলাকায় গৃহপরিচারিকার কাজের নামে চুরি করে আসছিল। তার একাধিক স্বামী রয়েছে। তার নামে মামলা দায়ের করা হয়েছে।’

এএন/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!