গেম খেলতে মানা করায় গলায় ফাঁস দিল কিশোরী

মাতৃহারা চামেলী ফিরে গেল মায়ের কাছেই

এক বছর আগে মা হারানোর শোক শেষ হওয়ার আগেই মায়ের কাছে ফিরে গেলো চামেলী। চট্টগ্রাম নগরীর কাপাসগোলা টুপিওয়ালা পাড়া এলাকায় বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে চামেলী ভৌমিক (১১) আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকাল ৫টার দিকে পাঁচলাইশ থানাধীন টুপিওয়ালা পাড়ার নাছির বিল্ডিং-এর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত চামেলী দর্জি স্বপন ভৌমিকের মেয়ে। সে নগরীর বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

নিহতের মামা লিটন দেব চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘চামেলীর বাবা পেশায় একজন দর্জি। সকালে চামেলী মোবাইলে ভিডিও গেইম খেলতে দেখে তার বাবা কর্মস্থলে যাওয়ার সময় গেইম না খেলার জন্য বকাবকি করেন। এটার ওপর বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এক বছর আগে চামেলীর মাও মারা যায়। ভাড়া বাসায় শুধু চামেলি ও তার বাবা থাকতেন।’

তিনি আরও বলেন, ’মা মারা যাওয়ার পর থেকে চামেলী একটু জেদি হয়ে উঠে। ওর বাবা যতটুকু সম্ভব ওর জেদ পূরণ করতে চাইতো কিন্তু তারপরও কেন এমন ঘটনা ঘটিয়েছে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন।’

এ ব্যাপারে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা খবর পেয়ে ১১ বছরের একটি শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে আসেন ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন ফরহাদ। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি ঘটনাটা শোনা মাত্রই এখানে উপস্থিত হয়েছি, আমি স্বপন বাবুকে ব্যক্তিগতভাবে চিনি। চামেলী যে এ কাজটা করবে আমি কখনোই ভাবতে পারিনি।’

বিএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!