গৃহস্থালি সামগ্রীর চালানে পিস্তল আনার ঘটনায় মামলা

ইতালি থেকে আসা একটি পার্সেল চালানে পিস্তল ও গুলি পাওয়ার ঘটনায় নগরের বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করেন কাস্টমসের রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন।

মামলায় পার্সেলে উল্লেখ থাকা আগ্রাবাদ সিজিএস কলোনির এফ সেভেন এ/৮ ঠিকানার আমদানিকারক কামরুল হাসানকে আসামি করা হয়েছে।

আগেরদিন রোববার বিকালে চালানটি আটক করেন কাস্টমসের কর্মকর্তারা।

জানা গেছে, চট্টগ্রাম কাস্টমসে ফরেন পোস্ট শাখা কর্তৃক পার্সেল হিসেবে ইতালি থেকে ১টি পেপার কার্টনের গৃহস্থালি সামগ্রী ফ্রাই ফ্যান, কসমেটিকস, হ্যান্ড ব্লেন্ডার ইত্যাদি আনা হয়। ওই চালানে ২টি ৮এমএম পিস্তল, ২টি পিস্তল সদৃশ খেলনা এবং ৬০টি কার্তুজ পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রেজভী বলেন, একটি পার্সেল চালানে গৃহস্থালি জিনিসের পরিবর্তে পিস্তল পাওয়া যায়। এতে ২টি ৮এমএম পিস্তল, ২টি পিস্তল সদৃশ খেলনা এবং ৬০ টি কার্তুজ ছিল।

তিনি বলেন, ইতালি থেকে চালানটি চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএস কলোনির এফ সেভেন এ/৮ ঠিকানার কামরুল হাসান নামের এক ব্যক্তির কাছে পাঠানো হয়েছে। এটি পাঠিয়েছেন রাজীব বড়ুয়া নামের এক ব্যক্তি। এ বিষয়ে নগরের বন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবীর বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউসের একজন রাজস্ব কর্মকর্তা বাদী হয়ে এজাহার দিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!