গুড়িয়ে দেয়া হলো অবৈধ দোকান, ৫০ লাখ টাকার সরকারি জায়গা উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে খাস জমিসহ সরকারি শিশু পরিবারের প্রায় চার শতক ভূমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, স্থানীয় লিয়াকত আলীসহ বেশ কয়েকজন ছয়টি টিনশেড ও দুটি পাকা দোকান নির্মাণ করে সরকারি জায়গা অবৈধ ভোগ দখল করে আসছিল। উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ দোকানঘর উচ্ছেদ করে প্রায় চার শতক জায়গা দখলমুক্ত করেছে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি ও শিশু পরিবারের জায়গা মিলে প্রায় চার শতক জায়গা আটজন দখলদার দোকানঘর নির্মাণ করে তা ভাড়ায় দিয়ে ভোগ দখল করে আসছিল। অভিযান চালিয়ে জায়গাগুলো দখলমুক্ত করা হয়েছে।

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!