গুন্ডামি মাস্তানি করে পদ রাখা যাবে না, আ জ ম নাছিরের হুঁশিয়ারি

নগর আওয়ামী লীগের বর্ধিত সভা, অক্টোবরের আগেই তৃণমূলে সম্মেলনের সিদ্ধান্ত

গুন্ডামি, মাস্তানি ও জোর করে পদপদবি আঁকড়ে রাখা যাবে না বলে অঙ্গসংগঠনের নেতা-কর্মীদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। আজ বৃহস্পতিবার (২০ জুন) বিকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির বর্ধিত সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

আগামী অক্টোবর মাসে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগেই চট্টগ্রামে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মেলন করা হবে বলে জানান আ জ ম নাছির উদ্দীন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘অক্টোবর মাসে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। অক্টোবরের আগেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন করতে হবে। আর তার আগেই ইউনিট, ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের সম্মেলন করতে হবে।’

সম্মেলন করার জন্য কেন্দ্র থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আ জ ম নাছির।

অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক করে আ জ ম নাছির বলেন, ‘জোর করে পদপদবিতে আঁকড়ে থাকতে পারবেন না। যারা মনে করছেন গুন্ডামি-মাস্তানি করে পদপদবি আঁকড়ে রাখবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। আমাকে মেরে ফেলা ছাড়া আমার জীবদ্দশায় কখনো এটা হতে দেবো না। অবশ্যই সম্মেলন করতে হবে।’

এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদেরকে সম্মেলন করার প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দেন।

আ জ ম নাছির বলেন, ‘ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে যেন দলের সাংগঠনিক রীতি ব্যাহত না হয়। কারো আচরণের জন্য ভাবমূর্তি ক্ষুন্ন হলে দল প্রশ্নবিদ্ধ হবে।

সভায় জানানো হয়, আগামী ২৩ মে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারর হোসেন। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ চৌধুরী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আওয়ামী লীগ হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রতি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আসতে হবে। সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে হলে তৃণমূলকে শক্তিশালী করতে হবে। আমরা তৃণমূলকে সংগঠিত করতে পারছি না। আপনাদের মধ্যে গাছাড়া ভাব। দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে আওয়ামী লীগ ধীরে ধীরে ব্যর্থ হয়ে যাবে।’

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সম্পাদক বদিউল আলম। মঞ্চে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও ইব্রাহীম হোসেন বাবুল, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, পুলিন দে, ফয়সাল ইকবাল, ইফতেখার সাইমুল, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন প্রমুখ।

সংগঠনের যুগ্ম-সম্পাদক বদিউল আলম উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘স্বার্থ ও পদপদবি পাওয়ার জন্য আপনারা ঢাকায় দিয়ে নেতা-কর্মীদের সমালোচনা করেন। ঢাকায় লবিংয়ের মাধ্যমে আমাদের খাটো করছেন, চট্টগ্রামকে খাটো করছেন। অন্যকে খাটো করে কাউকে বড় করবেন না।’

সভাপতির বক্তব্যে মাহতাব উদ্দিন চৌধুরী নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশে সোনালী অধ্যায় রচনা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সম্মেলনের খবরে নেতা-কর্মীদের মধ্যে অনেক উত্তেজানা সৃষ্টি হয়েছে, আবার গালাগালিও হচ্ছে। যা করবেন শালীনতার মাধ্যমে করবেন। বেয়াদবি করবেন না। হাইব্রিড নেতারা অনেক কিছু বলবে। হাইব্রিড নেতাদের পরোয়া করবেন না।’

এমএ/এডি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!