গুজব বিরোধী প্রচারণায় মাঠে পতেঙ্গা থানা পুলিশ

‘ছেলে ধরার গুজব রটিয়ে নিরীহ মানুষদের গণপিটুনি দিয়ে আর নই হত্যা। গুজবেতে কান নয়, মানবতার হোক জয়’- এই শ্লোগানকে সামনে রেখে পতেঙ্গা সচেতন সমাজের ব্যানারে এবং অপরূপ পতেঙ্গা ফেসবুক পেইজের সৌজন্যে আলোচনা সভা ও লিফলেট বিতরণ ২৭ জুলাই বিকাল ৫ টায় কাটগড় বাজারস্থ পতেঙ্গা মডেল থানার বিট পুলিশিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন দৈনিক আজাদীর সহ সম্পাদক রশিদুল হাসান সাহেদ। সভায় প্রধান অতিথি ছিলেন পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ।

ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান ও আলমগীর মোহাম্মদ সিরাজের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন অপরূপ পতেঙ্গা পেজের এডমিন শেখ জাহেদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা নুরুল আলম, মো. সেলিম, ওয়াহিদ মাস্টার, আলী আকবর চৌধুরী, মো. ইদ্রিস, ওয়াহিদ হাসান, শাকিল হারুন, সাদেকুর রহমান, মাঈনুল ইসলাম, এসআই জসিম, বিট পুলিশের এটিএসআই মো. হারুন, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম নগরের সহ-সভাপতি মো. হান্নান ও আন্তজাতিক বিষয়ক সম্পাদক মো. জাকির প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক,সমাজসেবকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন কালে তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়নমুলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে কুচক্রী মহল উঠে পরে লেগেছে। তারা বিভিন্নভাবে ছেলে ধরা কিংবা কল্লা কাটার গুজব ছড়িয়ে নিরীহ মানুষকে হত্যা করছে। কোথাও গুজবের ঘটনায় হামলা চিত্র দেখা মাত্র আপনারা আমাকে জানান অথবা ৯৯৯ ফোন করে সহযোগিতা করুন।

সাগর/এমএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!