গুজব ঠেকাতে নৌ-পুলিশের সপ্তাহব্যাপী সচেতনতা অভিযান

ছেলেধরা গুজব ঠেকাতে মাঠে নেমেছে নৌ-পুলিশ। গত ২৫ জুলাই থেকে সপ্তাহব্যাপী নৌ-পুুলিশ চট্টগ্রাম অঞ্চলের আওতায় বিভিন্ন নৌ-ঘাট, স্কুল ও মাদ্রাসায় এ প্রচারাভিযান চালানো হয়। এতে গুজব ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সমাবেশ, মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌ-পুলিশ সদরঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম উল্লাহ।

বাংলাদেশ নৌ-পুলিশ সদরঘাট থানা সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই থেকে চট্টগ্রামের সদরঘাট, বাংলাবাজার, অভয়মিত্র ঘাট, কর্ণফুলী ঘাট, ব্রিজ ঘাট, ফিরিঙ্গিবাজার, ফিশারি ঘাট এলাকায় নৌ-শ্রমিকদের নিয়ে সমাবেশ করা হয়েছে। এসব এলাকায় মাইকিংসহ লিফটেল বিতরণ করা হয়। পাশাপাাশি কয়েকটি প্রাথমিক বিদ্যালয় এবং মসজিদে গুজব প্রতিরোধে সচেতনতামূলক সেশন নেওয়া হয়।

গুজব ঠেকাতে নৌ-পুলিশের সপ্তাহব্যাপী সচেতনতা অভিযান 1
গুজব ঠেকাতে চট্টগ্রামে নৌ-পুলিশের প্রচারাভিযান।

নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মরতুজা আলী খান বলেন, নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের আওতায় সদরঘাট থানা সংশ্লিষ্ট নৌ-পুলিশ ফাঁড়ির অধীনে কুমিরা ঘাট, বারআউলিয়া ঘাট, বদরখালী ঘাট, মাতারবাড়ি, টেকনাফ, রাঙামাটি, লনচিরা, নিঝুম দ্বীপঘাটেও গুজব প্রতিরোধে সমাবেশসহ সচেতনতা কার্যক্রম চালানো হয়েছে।

শাহাদাত/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!