গাড়ি চালকদের ফুলেল শুভেচ্ছা জানাল ট্রাফিক পুলিশ

গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স ঠিক থাকলেই পুলিশ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। বিআরটিএ নিয়ম অনুযায়ী চলা সিএনজি অটোরিকশা, রিকশা, মোটর সাইকেল ও কাভার্ড ভ্যানসহ প্রত্যেকটি পরিবহনকে দেওয়া হচ্ছে এই ফুল। মানুষের মাঝে সড়কে নিয়ম মানার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তারা।

এই ব্যতিক্রম উদ্যোগটি নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (দক্ষিণ)।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই উদ্যোগ নেন তারা।

নগরীর কদমতলী মোড়, ওয়াসা মোড়, টাইগারপাস মোড় ও শাহ আমানত সেতু মোড়ে পরিবহন চালক দের মাঝে এই ফুল বিতরণ করা হচ্ছে।

কদমতলী মোড়ের ট্রাফিক সার্জেন্ট সাইফুল ইসলাম বলেন, ‘মানুষের মাঝে সচেতনতা বাড়াতে আজকের এই উদ্যোগ। এক মোটরসাইকেলে দুজনের মাথায় হেলমেট থাকলে আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। অটোরিকশা থেকে শুরু করে প্রত্যেকটি পরিবহনের চালকদের কাগজ ঠিক থাকলে আমরা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি।’

আরএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!