গানের জন্য বান্দরবানে শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

গান গাইতে না পারায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে আহত করেছেন শিক্ষক জামাল উদ্দিন। মঙ্গলবার (৫ নভেম্বর) বান্দরবানের আল ফারুক ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী অপূর্ব সেন আনন্দ জানায়, তৃতীয় ঘন্টায় ক্লাসে শিক্ষক না আসায় ক্লাসটি খালি ছিল। এ সময় হঠাৎ শিক্ষক জামাল উদ্দিন এসে আমাকে গান গাইতে বলেন। আমি গান পারি না বললে স্যার ক্লাস থেকে বের হয়ে অন্য রুম থেকে বেত এনে আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। বেত ছাড়াও স্যার হাত দিয়ে চুলের মুঠি ধরে আমাকে চড়-থাপ্পড় মারেন।

শিক্ষার্থীর বাবা সুমির সেন বলেন, ‘আমার ছেলে গান জানে না বলায় এভাবে পিটিয়েছে। এটা কোনো গানের ক্লাস ছিল না, ওই শিক্ষকের ক্লাসও ছিল না। এভাবে পেটানোর কারণে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। আমি উপযুক্ত বিচার চাই।’

শিক্ষার্থীর মা পম্পি সেন পপি বলেন, ‘আমার ছেলেটা অনেক শান্ত। আমি কখনো তাকে মারিনি। খবর পেলাম আমার ছেলেকে শিক্ষক জামাল উদ্দিন পিটিয়েছে। আমি ওই শিক্ষকের শাস্তি চাই।’

এদিকে বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, শিক্ষক জামাল উদ্দিনের মাথা একটু গরম। কোনো কারণ ছাড়াই এর আগেও অনেক শিক্ষার্থীকে এভাবে তিনি পিটিয়ে আহত করেছেন।

অভিযুক্ত শিক্ষক জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।

আল ফারুক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. এমদাদ উল্লাহ বলেন, ‘ক্লাসে গান গাইতে হবে এটার কোনো নিয়ম নেই। শিক্ষার্থীকে মারধরের আঘাতের চিহ্ন আমি দেখেছি। অভিভাবকরাও আমার কাছে এসেছিল। আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।’

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোমা রানী বড়ুয়া বলেন, ‘আমি কাল (বুধবার) ক্লাস চলাকালীন সময়ে ওই বিদ্যালয়ে যাব। গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!