গাছবাড়িয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন

গাছবাড়িয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন 1নুরুলআলম, চন্দনাইশঃ চট্টগ্রামের প্রাচীনতম বিদ্যাপীঠ চন্দনাইশ উপজেলাধীন ‘গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়’ এর শতবর্ষ উপলক্ষে ৩দিন ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২২,২৩ ও ২৪ ডিসেম্বর/২০১৭খিঃ (শুক্র,মনি,রবি ) অনুষ্ঠিতব্য কর্মসূচিতে রয়েছে -১ম দিন সকাল ৮ টায় বের করা হবে বর্ণাঢ্য র‌্যালি, ১০ টায় উদ্বোধন অনুষ্ঠান,উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম চৌধুরী।প্রধান অতিথি থাকবেন- ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম।স্মৃতি চারণে ১৯৮০-১৯৮৭ পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং প্রফেসর ডাঃ এম এন আমিন,প্রফেসর ড.জাহাঙ্গীর আলম, সাবেক উপচাযর্, চুয়েট,সাবেক অধ্যক্ষ আবু ছাদেক মোহঃ মুছা। সকালের এ অধিবেশনে সভাপতিত্ব করবেন শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক,চক্ষু বিশেষজ্ঞ ডা: শাহাদত হোসেন।দিবসের বিকেলের ২য় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন-সাবেক যোগাযোগ মন্ত্রী কর্ণেল(অব.)অলি আহমদ বীর বিক্রম।প্রধান আলোচক থাকবেন-চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড.এম এ গফুর। ¯ৃ§তি চারণে প্রাক্তন শিক্ষার্থী বিচরপতি আবদু চ ছালাম মামুন,গাজীপুর কৃষি ইনষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা-ড.মনোরঞ্জন ধর। এ অধিবেশনে সভাপতিত্ব করবেন-চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ডা. আবদুল আলীম।২য় দিনে ১ম অধিবেশনে প্রধান অতিথি থাকছেন-এম পি নজরুল ইসলাম চৌধুরী , প্রধান আলোচক, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ; বি/অতিথি- স্থানীয় উপজেলা চেয়ারম্যান,পৌরসভা চেয়ারম্যান ।২য় অধিবেশনে প্রধান অতিথি-চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, প্র/আলোচক উপজেলা নির্বাহী অফিসার।সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন-প্রধান মন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী,বিশেষ অতিধি থাকবেন-ঢাকা জার্নালিস্ট ইউনিয়ন সভাপতি শাবান মাহমুদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- বিদ্যালয় পরিচালনা পরষদের সভাপতি ও শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব আবদুল কৈয়ুম চৌধুরী। ৩জন গুনী প্রাক্তন শিক্ষার্থী জাতীয় অধ্যাপক ডা.নুরুল ইসলাম,কে এম সেহাব উদ্দিন ও কবি আহমদ ছফা কে মরণোত্তর সম্মামনা প্রদান করা হবে।প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান,রাফেল ড্র ও মধ্যাহ্ন ভোজের আয়োজন রয়েছে। ২০ ডিসেম্বর সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় সাংবাদিকদের শতবর্ষ উদযাপন পরিষদের সচিব কৈয়ুম চৌধুরী এ তথ্য সমূহ জানান। এ সময় আহ্বায়ক ডা.শাহদৎ হোসেন, যুগ্ন আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান,অধ্যাপক তৈয়বুর রহমান,অধ্যাপক আজম খানঁ,সরওয়ার হোসেন,জাহেদ হোসেন,আহমদুর রহমান উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!