গরু খেল ক্ষেতের ফসল, হানাহানিতে ২ ভাই খুন রাঙামাটিতে

রাঙামাটিতে গরু ক্ষেতের ফসল খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২ ভাই নিহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিলাইছড়ির কুতুবদিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২ জন।

নিহতরা হল দীপংকর তংচংজ্ঞ্যা (৩০) ও শ্রীকান্ত তংচংজ্ঞ্যা (১৭)। তারা কুতুবদিয়া পাড়ার স্বপন কুমার তংচংজ্ঞ্যার ছেলে। আহতরা হলেন সোনাবালা তংচংজ্ঞ্যা (৩১) ও প্রশান্ত তংচংজ্ঞ্যা (৮)। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে গরু ক্ষেতের ফসল খাওয়া কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে দীপংকর তংচংজ্ঞ্যা ও শ্রীকান্ত তংচংজ্ঞ্যার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, ‘বিলাইছড়ির কুতুবদিয়া পাড়ায় গরু ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে দুই ভাই নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের কাপ্তাই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!