গরিব মানুষের পাশে গ্রেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম

গ্রেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরামের উদ্যোগে ও ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় দুস্থ, ছিন্নমূল, পথচারী ও ভাসমান মানুষদের ইফতারি বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ মে) সংগঠনের আহবায়ক মির্জা ইমতিয়াজের সভাপতিত্বে করোনা প্রাদুর্ভাবে অসহায় মানুষকে মানবিক সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, মানবিক কাজে সকল স্বেচ্ছাসেবীদের একযোগে কাজ করতে হবে। পড়ালেখার পাশাপাশি মানবিক কাজে তরুণদের এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।

এ দিন বিভিন্ন সড়কে চলাচলকারী দুস্থ, ছিন্নমূল, পথশিশু, হতদরিদ্র, রিকশাচালক ও খেটে খাওয়া ২০০ মানুষের হাতে তুলে দেওয়া হয় পানির বোতল ও ইফতারের প্যাকেট।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাদ ইরশাদ, আশিক বন্ধু, তসলিম খাঁ, মোহাম্মদ কামাল, নুরুল ইসলাম সবুজ, জিয়াউর রহমান, মো. ইসহাক, মোস্তফা সাগর, সঞ্জয় কুমার দাশ, মোজাফ্ফর হোসেন সিকদার প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!