গভীর রাতে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল ৪ সিএনজি অটোরিকশা যাত্রীর প্রাণ

রাউজানে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ

শহরমুখী বালুভর্তি একটি বেপরোয়া গতির ট্রাকের সাথে বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার দমদমা নামক স্থানে মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাত ২টার পর এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাঙ্গুনিয়ামুখী একটি সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে শহরমুখী বালুভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন ঘটনাস্থলে নিহতে হয়েছেন। রাউজান থানা পুলিশ ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ চালায়।’

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, ‘নিহত চারজনেরই পরিচয় পাওয়া গেছে। এরা হলেন— রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালীর হাতিয়া থানার চরফকিরা গ্রামের মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫), নগরীর মোহরার মৃত শাহ আলমের ছেলে খোরশেদ (৪০) ও সিএনজি চালক মো. কামরুল।’

লাশগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটো জব্দ করা হলেও ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছেন বলে জানান তিনি।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!