গভীররাতে আগুনে পুড়লো বাকলিয়ার ঝুটের গোডাউন

চট্টগ্রামের বাকলিয়ায় গভীররাতে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৫ মার্চ) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ১৯ নম্বর বাকলিয়া মিয়াখান নগরের মোজাহেরুল উলূম মাদ্রাসার পাশে একটি ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে একটি কলোনিতে এ আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আনতে চট্টগ্রামের লামারবাজার, আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করে।

লামাবাজার ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে ছুটে যায়। লামারবাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট কাজ করে। রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা।’

অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) বাকলিয়ার কালামিয়া বাজারে বাজারে ঝুটের গোডাউন ও একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!