গবেষণায় বরাদ্দ বাড়াতে তাগিদ

ইডিইউর সিন্ডিকেট সভায় আবদুল্লাহ আল নোমান

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিকে গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়ে পরিণত করে জ্ঞানসৃষ্টিতে অবদান রাখতে জোর দিতে বলেছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এ লক্ষ্যে গবেষণাখাতে বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ আরো বাড়ানোর তাগিদ দেন তিনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ জ্ঞানসৃজন। তাই পাঠদানের পাশাপাশি গবেষণায় মনোনিবেশ বাড়াতে হবে ফ্যাকাল্টি মেম্বারদের। একই সাথে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টির মাধ্যমে তাদেরকে গবেষক হিসেবে গড়ে তুলতে হবে।
সম্প্রতি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১০ম সিন্ডিকেট সভায় এসব কথা বলেন তিনি।
উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খানের সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়–য়া, ইউজিসি প্রতিনিধি অধ্যাপক ড. সুলতান আহমদ, অ্যাকাডেমিক কাউন্সিল প্রতিনিধি আবদুল মালেক, প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মো. নাজিম উদ্দিন ও স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী।

শিক্ষার্থীদের রাইটিংয়ের ক্ষেত্রে প্লেজিয়ারিজম বা নকল প্রবণতা রোধের মাধ্যমে রচনাক্ষমতা উন্নয়নে সহায়তা করতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে প্রণয়ন করা হচ্ছে ইন্টারনেট ভিত্তিক প্লেজিয়ারিজম ডিটেকশন সফটওয়্যার টার্নইটইন (ঞঁৎহরঃরহ)। শিক্ষার্থীদের মধ্যে মৌলিক গবেষণার মানসিকতা সৃষ্টিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।

সভায় স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি ব্যবহারের সুযোগ দেওয়ায় প্রতিষ্ঠাতা ও বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে সিন্ডিকেটের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!