গণস্বাস্থ্যের করোনা টেস্টিং কিট হস্তান্তর

আগে থেকেই নির্ধারিত ছিল শনিবার (২৫ এপ্রিল) করোনাভাইরাস পরীক্ষার কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র। শিডিউল অনুযায়ী বেলা ১১টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে এ কিট হস্তান্তর করা হয়। প্রথমধাপে এক হাজারের মতো টেস্টিং কিট স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দেয়া হয়। এরপর সরকারের অনুমোদন পাওয়া গেলে পর্যায়ক্রমে আরও কিট হস্তান্তর করা হবে। এর আগে ২০ এপ্রিল বৈদ্যুতিক গোলেযোগের কারণে ল্যাবে যান্ত্রিক ত্রুটি থাকায় কিট হস্তান্তরের কথা থাকলেও করতে পারেনি।

এর আগে দেশে করোনার হানা দেয়ার ১৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্তদের পরীক্ষার জন্য কিট উৎপাদনের কথা জানায় গণস্বাস্থ্য কেন্দ্র। ১৯ মার্চ কিট উৎপাদনে তারা সরকারি অনুমোদন পাওয়ার পর ড. বিজন কুমার শীলের নেতৃত্বে একদল বিজ্ঞানী দিন/রাত কাজ করছেন। প্রথম ধাপে চীন থেকে আসা রিএজেন্ট দিয়ে ১০ হাজার স্যাম্পল তৈরির কাজ শেষ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

নমুনা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জিআর কোভিড-১৯ ডট ব্লোট প্রকল্পের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শিল, কো-অর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খোন্দকারসহ অন্য বিজ্ঞানীরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!