গণপিটুনিতে যুবক নিহত হওয়ার ঘটনায় দুই কিশোর গ্রেপ্তার

চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী এলাকায় গণপিটুনিতে মোবারক হোসেন নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল মো. রুবেল (১৭) ও মো. হৃদয় (১৬)। শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান। তিনি বলেন, গণপিটুনিতে যুবক নিহত হওয়ার ঘটনায় অভিযান চালিয়ে মো. রুবেল ও হৃদয় নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে সিডিএ গরুর বাজারের বিপরীতে বসে গল্প করছিল মোবারক, রুবেল, হৃদয়সহ আরও কয়েকজন যুবক। একটি ছিনতাইয়ের ঘটনা নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেলকে চড় দেয় মোবারক। চড় খেয়ে রুবেল সেখান থেকে চলে যায়। পরে রুবেল আরও কয়েকজন বন্ধু নিয়ে এসে মোবারককে মারধর করে। এক পর্যায়ে তারা মোবারককে বাঁশ দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। তাকে স্থানীয়রা চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করেন।

এইচটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!