গণপাঠাগার চালু হল ফটিকছড়ির সুয়াবিলে

‘সুন্দর সমাজ বিনির্মাণে চায় আলোকিত মানুষ। আর জ্ঞানভাণ্ডারে সমৃদ্ধ উন্নত আলোকিত মানুষ গড়তে হলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্ধকার থেকে আলোর দিকে উত্তরণের জন্য পাঠাগারের গুরুত্ব অপরিসীম।’

শুক্রবার (৭ আগস্ট) সকালে বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চট্টগ্রামের ফটিকছড়ি সুয়াবিল বারমাসিয়া গণপাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

এতে সভাপতিত্ব করেন পাঠাগার কমিটির আহ্বায়ক ইমরান হোসেন মনজু। আরফিন জনির সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের যুগ্ম আহবায়ক আবু তাহের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বারমাসিয়া চা বাগানের পরিচালক পরমেশ চন্দ্র বিশ্বাস।

গণপাঠাগার চালু হল ফটিকছড়ির সুয়াবিলে 1

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ১১নং সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সুয়াবিল ফাউন্ডেশনের সভাপতি মো. শাহজাহান।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং কনসালটেন্ট (উত্তরা ঢাকা) এর ম্যানেজিং ডাইরেক্টর নুরুল আলম ও আলিফ ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মফিজুল আনোয়ার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিয়াজান, দিলীপ কুমার নম, বেলাল উদ্দীন কোম্পানি, জয়নাল আবেদীন জয়, কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা রফিকুল আলম আল কাদেরী, প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দীন সিকদার, বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ডা. মিল্টন কুমার দে, সুয়াবিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এজাহার আলম, সাংবাদিক ও সংগঠক সাইফুর রহমান সোহান,কাজী রুমান, ইঞ্জিনিয়ার মুন্না, ফয়েজ তুহিন, সংগঠক এরশাদ উদ্দীন ইউনুস, মো. মানিক, মো. আরকান প্রমূখ।

অনুষ্ঠানে পাঠাগারের পক্ষে বক্তব্য রাখেন পাঠাগারের যুগ্ম আহ্বায়ক আরমান, সেক্রেটারি এমএ রনি, রিমন দে, পংকজ, রাব্বি, সোহাগ, রায়হান, রাশেদ, ইমন, রবি, মোরশেদ প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!