গণপরিবহন যাত্রীদের মুখে নেই মাস্ক, গুনতে হল অর্থদণ্ড

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ৮ জনকে অর্থদণ্ড করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) দিনভর উপজেলার ক্রসিং, কলেজ বাজার, শিকলবাহা, মইজ্জ্যারটেক, শাহ্ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মো. নোমান হোসেনের নেতৃত্ব দেন। এসময় বিভিন্ন গণপরিবহনে যাত্রীরা মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ যাত্রীকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নোমান হোসেন বলেন, প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা। তাই জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টির জন্য শুরু থেকেই নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। গণপরিবহনে যাত্রীরা মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মানায় তাদের অর্থদণ্ড করা হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!