গণধর্ষণ মামলার আসামি ‘পুতুইয়া ডাকাত’ অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রাম জেলার বাঁশখালীর চাম্বল এলাকা থেকে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি জসিম উদ্দিন (৩০) ওরফে পুতুইয়া ডাকাতকে একটি একনলা বন্দুক ও একটি ছুরিসহ গ্রেফতার করেছে র‍্যাব।

পুতুইয়া বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার মো. কালুর ছেলে।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৬টায় তাকে চাম্বল রাস্তার মাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ আগস্টের একটি গণধর্ষণ মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি ডাকাত পুতুইয়া। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে রয়েছে অপহরণ, ধর্ষণ, ডাকাতি সহ একাধিক মামলা।

বাঁশখালী সহ এর আশপাশের জনপদে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল ডাকাত পুতুইয়া এবং তার বাহিনী।

বাঁশখালীর কুখ্যাত ডাকাত আখতার, এখলাস, হেফাজ সহ ৭/৮ জনের এই বাহিনীর স্থানীয়ভাবে রয়েছে কুখ্যাতি। এদের মধ্য পুতুইয়া ডাকাত ও আখতার সহোদর।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ চট্টগ্রাম প্রতিদিনকে জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত এই ডাকাতকে আমরা গ্রেফতার করি। তার নিজস্ব একটি ডাকাত বাহিনী রয়েছে।

এছাড়াও পুতুইয়া ডাকাত একটি চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি।


এএ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!