গণটিকায় মানুষের ভিড় সামলাতে পারছে না চট্টগ্রাম মেডিকেল, সাধারণ চিকিৎসাসেবায় সংকট

গণটিকার দ্বিতীয় ডোজ নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাজার হাজার মানুষের ভিড় দেখা গেছে। লাইনে দাঁড়াতে ঠেলাঠেলি, হুড়োহুড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মানুষের অতিরিক্ত ভিড়ের কারণে মেডিকেলের স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গণটিকা

সোমবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়। এরপর থেকে টিকা নিতে আসা মানুষের উপস্থিতি বাড়তে থাকে। মেডিকেলের প্রধান ফটক থেকে দ্বিতীয় তলায় লাইন ধরে টিকা নিতে আসাদের অপেক্ষা করতে দেখা যায়।

এদিকে অতিরিক্ত উপস্থিতির কারণে মেডিকেলের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মেডিকেলের মূল ভবনের প্রথম সিঁড়ি, নিচ তলা, দ্বিতীয় তলা ও বাইরে টিকা গ্রহীতাদের ভীড়ের কারণে যাতায়াত করা যাচ্ছে না। ফলে মেডিকেল ভর্তি রোগীদের হুইলচেয়ারে, ট্রলিতে আনা নেয়ায় ও অ্যাম্বুলেন্স চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

মেডিকেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় গণটিকা কার্যক্রম দেওয়াকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির জন্য কর্তৃপক্ষের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করছে টিকা নিতে লোকজন।

টিকা নিতে আসা সাইদুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সকাল সাড়ে নয়টা থেকে দাঁড়িয়ে আছি। ছয়, সাতটা লাইন ধরে দাঁড়িয়ে আছে মানুষ, এতো লম্বা লাইন শেষে কখন টিকা নিতে পারবো সেটা বুঝতে পারছি না।

এর আগে গণটিকা কর্মসূচিতে চট্টগ্রাম ও জেলায় প্রায় সাড়ে সাত লাখ মানুষকে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!