খেলার অধিনায়ক নিয়ে চবি ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

বিভাগের ক্রিকেট খেলার অধিনায়ক নির্ধারণ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ কর্মী আহত হয়েছেন।

রোববার ( ১মার্চ) দুপুর দেড়টার দিকে লেডিস ঝুপড়িতে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা সর্বত্র ছড়িয়ে পরে। পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিবাদমান গ্রুপ দুইটি হলো- শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী।

আহতরা হলেন- হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেহেদী হাসান, পারভেজ, মোহন, রসায়ন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মিনহাজ, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রেদওয়ান।

খেলার অধিনায়ক নিয়ে চবি ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ 1

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হিসাব বিজ্ঞান বিভাগের ক্রিকেট খেলার অধিনায়ক নির্ধারণকে কেন্দ্র করে লেডিস ঝুপড়িতে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সভাপতির নেতাকর্মীরা সাধারণ সম্পাদকের নেতাকর্মীদের মারধর করে। এর জের ধরে কলার ঝুপড়িতে সাধারণ সম্পাদকের কর্মীরা সভাপতির কর্মীদের পাল্টা মারধর করে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরে সভাপতি গ্রুপের নেতাকর্মীরা শাহ আমানত হলে ও সাধারণ সম্পাদকের কর্মীরা শাহজালাল হলে অবস্থান নেয়।

লেডিস ঝুপড়ি ও কলা ঝুপড়ির সামনে প্রথমদফা মারামারির পর শাহ আমানত ও শাহ জালাল হলে উভয় গ্রুপের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হয়েছে। এসময় উভয় গ্রুপের হাতে দেশিয় ধারালো অস্ত্রও দেখা গেছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ডিপার্টমেন্টের বিষয় নিয়ে জুনিয়রদের মধ্যে হালকা ঝামেলা হয়েছে। আমরা বসে সমাধান করে ফেলবো।

একই কথা বলেন সভাপতি রেজাউল হক রুবেল।

এদিকে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মনিরুল হাসান বলেন, তাদের দু’গ্রুপের নেতাদের অফিসে আসতে বলা হয়েছে। তারা আসলে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!