খুলশী থানায় কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময়

‘খুলশী থানাসহ মেট্রোপলিটন এলাকার ১৬ থানাকে অপরাধমুক্ত করতে প্রশাসন সব সময় জিরো ট্রলারেন্স থাকবে। মাদকসেবী, সন্ত্রাসী, চাঁদাবাজসহ সকল অপরাধীদের নির্মূলে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলো ও অপরাধপ্রবণ এলাকাগুলোকে সিসিটিভি ক্যমেরার আওতায় আনা হবে। তবে প্রশাসনকে সমাজের বিত্তশালী সচেতন নাগরিকদেরকে আন্তরিকতা দিয়ে সাহায্য করতে হবে।’

খুলশী থানার উদ্যোগে শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার (৭ মে) আয়োজিত মত বিনিময় সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) রাজিব বসাক একথা বলেন।

খুলশী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরীর সভাপতিত্বে অফিসার ইনচার্জ (তদন্ত) মো. কবির হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়েজিদ বোস্তামী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিত্রাণ তালুকদার, ১৪ লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিক, ৯, ১০ ও ১৩ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, খুলশী থানা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক কাজী মাহমুদ ইমাম (বিলু), সদস্য সচিব অধ্যাপক মো. সাইদুল কবির বাহার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নুরুল আলম রাহাত, মহানগর আওয়ামী যুবলীগ সদস্য মো. আবু বক্কর ছিদ্দিক, জালালাবাদ হাউজিং সোসাইটির শামসুল হক, হাইওয়ে প্লাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ব্যবসায়ী নেতা অহিদ চৌধুরী মুক্তি, কাজী মো. হারুনুর রশিদ, ইকবাল হোসেন, মিলন মাস্টার, সুরুজ মিয়া, আব্দুল মান্নান।

উপস্থিত ছিলেন খুলশী থানার অপারেশন অফিসার এস.আই মো: নুর উদ্দিন, কমিউনিটি পুলিশিং অফিসার খাজা এনাম এলাহী, পাহাড়তলী পুলিশবিট ফাঁড়ি ইনচার্জ এস.আই মো. জাহাঙ্গীর আলম, সমাজ সেবক আবুল কাশেম, আনিসুর রহমান চৌধুরী, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান হীরা, আওয়ামী যুবলীগ নেতা মো. শামসুদ্দিন শামসুসহ বিভিন্ন বিট পুলিশিং অফিসার ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!