খুলশীর ৩ নম্বর সন্ত্রাসী যুবলীগ নেতা মশিউর গ্রেপ্তার

চট্টগ্রাম নগর যুবলীগ নেতা মশিউর রহমান দিদারকে (৪০) গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। দিদারের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

তিনি বলেন, মশিউর রহমান দিদারকে মঙ্গলবার ভোরে তার জাকির হোসেন সড়কের আস্তানা থেকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। খুলশী থানার সন্ত্রাসীদের তালিকায় ৩ নম্বরে আছে তার নাম।

ওসি সন্তোষ জানান, মশিউর রহমান দিদার চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলশী থানায় তিনটি মামলা ছাড়াও বোয়ালখালী থানায় আছে আরও দুটি মামলা। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি জিডি রয়েছে।

নগর পুলিশের আরেক কর্মকর্তা জানান, মশিউর রহমান ওরফে দিদারের একটি সন্ত্রাসী বাহিনীও রয়েছে। যুবলীগের নাম ভাঙ্গিয়ে মশিউর এমইএস কলেজ, জিইসি ও সিআরবিকেন্দ্রিক প্রভাব বিস্তার করেন বলে পুলিশের তদন্তে উঠে আসে।

মশিউর রহমান দিদার জাকির হোসেন সড়কের ভূঁইয়া গলির আব্দুর রহমান ভূঁইয়ার ছেলে। খুলশী থানার মামলা নম্বর ২৮(১১)২০/জিআর মামলা ৩৬৩/২০-এর গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানা গেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!