খুলশীর দোকানে কষ্টিপাথরের পুরাকীর্তি বিক্রির চেষ্টা, শুলকবহরে গ্রেপ্তার যুবক

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে কষ্টিপাথরের নির্মিত পুরাকীর্তিসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৬ কেজি দেড়শ গ্রাম ওজনের দুটি পুরাকীর্তি প্লেট উদ্ধার করা হয়।

বুধবার (২০ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, একটি কষ্টি পাথরের নির্মিত পুরাকীর্তি বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে মো. ফয়েজ আলী (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। আটক ফয়েজ আলী শুলকবহর ৮ নম্বর ওয়ার্ডের মো. আইয়ুব আলীর ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, নগরীর খুলশীতে সিডিএ পুনর্বাসন এলাকায় ভাই ভাই ইঞ্জিনিয়ারিং নামে একটি দোকানের ভিতরে কষ্টিপাথরের নির্মিত পুরাকীর্তি বিক্রির উদ্দেশ্যে এক চোরাকারবারি অবস্থান করছিলেন বলে র‌্যাব জানতে পারে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব সেভেনের একটি দল অভিযান চালিয়ে ফয়েজ আলীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৬ কেজি দেড়শ গ্রামের দুটি পুরাকীর্তি প্লেট উদ্ধার করা হয়।

আটক আসামিকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

এএন/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!